কক্সবাজারে ১০ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধী ক্যাম্পেইন

  বিশেষ প্রতিনিধি    30-10-2022    153
কক্সবাজারে ১০ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধী ক্যাম্পেইন

এডিস মশা নিমূর্ল ও ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় কক্সবাজারে ১০ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধী ক্যাম্পেইন বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন ।

কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডে স্থানীয় জনগোষ্ঠী এবং বিশেষ করে মা ও শিশুদের সুরক্ষার উদ্দেশ্যে ডেঙ্গু প্রতিরোধে এই নগর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। ১০ দিনের এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার। উদ্বোধনী দিনে শহরব্যাপী একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে কক্সবাজারের জেলা প্রশাসন, পৌরসভা, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনগন ও সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত সেভ দ্য চিলড্রেনের অন্তর্বর্তীকালীন এরিয়া অফিস ডিরেক্টর জনাব আনিসুল ইসলাম বলেন “ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সচেতনতা প্রচারের মাধ্যমে শিশুদের জীবনের ঝুঁকি কমানোই আমাদের লক্ষ্য। স্বাস্থ্যকর জীবন এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রতিটি শিশুর জন্য তাদের নিরাপদ ভবিষ্যত ও বেড়ে ওঠার পথকে বেগবান করবে।“

সেভ দ্য চিলড্রেনের ওয়াশ(WASH) বিভাগের ম্যনেজার জনাব আব্দুস সামাদ বলেন “কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠিকে চলমান ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত রাখা এবং কক্সবাজারের পরিবেশকে সুন্দর এবং নিরাপদ রাখার জন্য আমরা জেলা প্রশাসন ও পৌরসভার সাথে কাজ করছি” ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই ডেঙ্গু প্রতিরোধী ক্যাম্পেইন চলবে ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮:০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত। প্রায় ১০ জন স্কাউট ভলান্টিয়ার এবং ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী এই নগর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছে। সেভ দ্য চিলড্রেন পুরো সময় জুড়ে এই ক্যাম্পেইন বাস্তবায়ন ও তদারকি করছে।

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে বিগত ৫০ বছর ধরে এবং কক্সবাজারে ২০১২ সাল থেকে শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। এই জেলার স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের সুরক্ষা নিশ্চিতকল্পে সেভ দ্য চিলড্রেন নানা প্রকল্প পরিচালনা করছে। উখিয়া ও টেকনাফে মানবিক সহায়তার পাশাপাশি সেইন্টমার্টিন্স, রামু ও কুতুবদিয়ায় সেভ দ্য চিলড্রেন-এর বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

সারাদেশ-এর আরও খবর